নিজস্ব সংবাদদাতা: শেষের মুখে ২০২৪, নতুন বছর আসতে চলেছে। আর নতুন বছররে স্টক মার্কেট নিয়ে মানুষের মনে বিশেষ করে ব্যবসায়ীদের মনে নানা প্রশ্ন বৃদ্ধি পাচ্ছে। নতুন বছরে স্টক মার্কেট কেমন যাবে? কোন দিকগুলি স্টক মার্কেটকে আসন্ন বছরে প্রভাবিত করবে? এসব প্রশ্ন আসা স্বাভাবিক স্টকমার্কেটে উৎসাহ রাখা মানুষদের মনে।
২০২৫ সালে স্টক মার্কেটকে অবশ্যই প্রভাবিত করবে এই ৩ টি দিক। মুদ্রাস্ফীতি এবং সুদের হার, গ্লোবাল ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা অবশ্যই ২০২৫ সালে স্টক মার্কেটকে প্রভাবিত করবে। তাই ২০২৫ সালে স্টক মার্কেটে বিনিয়োগের আগে অবশ্যই এই ৩ দিকে নজর রাখবেন।