নিজস্ব সংবাদদাতা: ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বছর শেষে এলো খারাপ খবর। অবশেষে অষ্টম বেতন কমিশন নিয়ে এলো বড় খবর। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক নিশ্চিত করেছে যে, ৮ম বেতন কমিশন স্থাপনের জন্য কোনও প্রস্তাব আপাতত বিবেচনা করা হচ্ছে না।
রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে, অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, বর্তমানে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের জন্য কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই। কেন্দ্র এই বিষয়ে পড়ে সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, বলে রাখা ভালো, আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫-এ এই অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন উপস্থাপন করার কথা ছিল। আর সেই প্রসঙ্গেই, অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বিষয়টি স্পষ্ট করেন।
অষ্টম বেতন কমিশন সম্পর্কিত এই খবরটি প্রায় ৫০ লক্ষ কর্মরত কেন্দ্রীয় সরকারী কর্মী এবং প্রায় ৬৭ লক্ষ পেনশনভোগীকে হতাশ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মোদি সরকারের আসন্ন বাজেটে এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই আশা করছিলেন যে কেন্দ্র তাঁদের জন্যে কিছু চমক নিয়ে আসবে, তবে এবারে তেমনটা হচ্ছেনা বলেই বোঝা যাচ্ছে। তবে অনুমান করা যাচ্ছে যে এই সুপারিশগুলি হইতো আরও একবছর পর ১ জানুয়ারী, ২০২৬-এ বাস্তবায়িত হবে৷
কেন্দ্র প্রতি ১০ বছরে একটি নতুন বেতন কমিশন প্রতিষ্ঠা করে থাকে৷ যদি ৭ম বেতন কমিশন একই টাইমলাইন অনুসরণ করে তবে এর মেয়াদ ৩১ ডিসেম্বর, ২০২৫ এ শেষ হবে। তাই ১ ফেব্রুয়ারি, ২০২৫-এ যে তা কোনও ভাবেই পূর্ণ হবে না, তা এক প্রকার নিশ্চিত। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে আরও বাড়তি এক বছর অপেক্ষা করতে হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।