নিজস্ব সংবাদদাতা : চাঁদের পর এবার সূর্য জয়ের অপেক্ষায় ভারত। সূয্যি মামার দেশে আদিত্যকে পাঠিয়েছে ইসরো। ঠিক কোন পর্যায়ে রয়েছে সে? কী কী কাজ করছে? বিজ্ঞানীরা কী বলছেন এ সব নিয়ে জনসাধারণের মধ্যে কৌতূহলের শেষ নেই। ইসরোর প্রতিটি ট্যুইটই যেন সূর্যকে আরো কাছে নিয়ে আসছে। জানা যাচ্ছে অনেক অজানা তথ্য। এবারে নতুন ট্যুইটে মহাকাশ সংস্থা জানিয়ছে যে আদিত্য এল ১ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, সৌরযানটি STEPS যন্ত্রের সেন্সরগুলি পৃথিবী থেকে ৫০,০০০ কিলোমিটারের বেশি দূরত্বে সুপার-থার্মাল এবং এনার্জেটিক আয়ন এবং ইলেকট্রন পরিমাপ করা শুরু করেছে। এই ডেটা বিজ্ঞানীদের সাহায্য করে পৃথিবীর চারপাশে ছড়িয়ে থাকা কমার ব্যাপার জানতে।