প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়াম্স (Sunita Williams)। তাঁর সঙ্গী সহযাত্রী বুচ উইলমোর। তবে মহাকাশে কিন্তু কেউই বসে নেই। চলছে নানান ধরনের গবেষণার কাজ। সম্প্রতি তাঁরা একটি রোবটও বানাচ্ছেন দু’জনে। আর সেই রোবট নাকি সংগ্রহ করবে মহাকাশে বিকল হয়ে যাওয়া কৃত্রিম উপগ্রহের সকল ধ্বংসাবশেষ।
নতুন এই রোবটিক সিস্টেমের নাম দেওয়া হয়েছে ‘অ্যাস্ট্রোবি’। এই রোবট তৈরি গেকো-র ধাঁচে অনেকগুলি আঠালো প্যাডের সমন্বয়ে। মাকড়সার পায়ের মতো এতে আছে তিনটি হাত। বিশেষ করে নকশার বিশেষত্বের জন্যই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এই ‘মাইক্রোগ্র্যাভিটি’-র পরিবেশে সচল থাকতে পারে অ্যাস্ট্রোবি। মনে করা হচ্ছে হয়তো ভবিষ্যতে মহাকাশে বিভিন্ন গ্রহের কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সকল ধ্বংসাবশেষ সংগ্রহ করাই হবে এই রোবটের কাজ!
তবে শুধু রোবট-তৈরিই নয়, পাশাপাশি সুনীতা লাল রঙের রোমেইন লেটুসেরও চাষ করছেন। তবে তা কিন্তু খাওয়ার জন্য নয়, বরং গবেষণার স্বার্থেই লেটুস চাষ। গবেষণার মূল লক্ষ্য হল, গাছ টিকে কতটা জল দেওয়া হচ্ছে, তার উপর নির্ভর করে ঠিক কী ভাবে উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্টি প্রভাবিত হয়, তা লক্ষ্য রাখা।