গেম খেলেই আয় করুন আড়াই কোটি, বছর শেষেও রয়েছে সুবর্ণ সুযোগ

ই-স্পোর্টস টুর্নামেন্টের পুরস্কার মূল্যই থাকে ২.৫ কোটি বা তার কিছু বেশি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Indus.battle.royale

File Picture

নিজস্ব সংবাদদাতা: মোবাইল বা কম্পিউটারে গেম খেলা? আগে গেমিং-কে সময় নষ্ট হিসাবেই দেখতো সবাই। তবে সময় বদলের সঙ্গে সঙ্গে অনলাইন গেমিং নিয়েও ধারণা বদলেছে। তৈরি হয়েছে গেমিং ইন্ডাস্ট্রি। ভারতের গেমিং ইন্ডাস্ট্রি এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের বিভিন্ন গেমিং কোম্পানিই এখন উচ্চ মানের, বড় বাজেটের গেম তৈরি করছে, যা আন্তর্জাতিক স্তরে অন্যান্য গেম গুলিকে টক্কর দিচ্ছে। 

গত মাসেই দেশে দুটি হাই প্রোফাইল, হেভি বাজেট গেম লঞ্চ করা হয়েছে। ইন্ডাস ব্যাটেল রয়ালে এবং রেজ এফেক্টঃ মোবাইল। ১৬ অক্টোবর মুক্তি পাওয়া ইন্ডাস ব্যাটেল রয়ালে গেম ইতিমধ্যেই ৫ মিলিয়ন অর্থাৎ ৫০ লক্ষ ডাউনলোড হয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে। রেজ এফেক্ট গেমেও প্রি-রেজিস্ট্রেশনের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার পার করেছে। 

indua

যা জানা যাচ্ছে, এই এতো ইউজারস্‌ লক্ষ্মী এনে দিয়েছে গেমিং সংস্থাগুলিতে। আর এখানেই শেষ নয়, রয়েছে ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগও। গেমিং সংস্থা গুলি রাখছে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগীতা। ই-স্পোর্টস টুর্নামেন্টের পুরস্কার মূল্যই থাকে ২.৫ কোটি বা তার কিছু বেশি। তাই গেমিং লাভারদের জন্যে থাকছে উপার্জনের সুযোগও। আর এই ভাবেই আজ দেশে গেমিং প্রযুক্তি হয়ে উঠেছে টপ প্রযুক্তি গুলির মধ্যে একটি। 

indus-keyart-2_grz5