এইসব কিছু মেনে চললে রাউটারের প্ল্যান না বদলেও বাড়বে গতি

আনলিমিটেড ইন্টারনেট পরিষেবার জন্য আজকাল অফিস এবং বাড়ি দুই জায়গাতেই রাউটার বসানো হয়। কিন্তু অনেকসময় রাউটারের সিগন্যাল সবজায়গায় ভালো পাওয়া যায়না। সেই অসুবিধা মেটাতে মাথায় রাখতে হবে এইসব বিষয়।

author-image
Shroddha Bhattacharyya
New Update
RAUTAER.JPG

নিজস্ব সংবাদদাতা: ঘরে যে কোন জায়গায় ওয়াইফাই লাগালে কিন্তু বাড়ির সব জায়গায় বা বাড়ির সব কোণে ভালো স্পিড বা গতি দেয় না। এই কারণে অন্য প্ল্যান অ্যাক্সেস  বা প্ল্যান আপগ্রেড করার কথা ভাবতে হয়। তখন খরচার পরিমাণ আরও একটু বেড়ে যায়। কিন্তু বিনা খরচাতেই করা যায় এই সমস্যার সমাধান। জেনে নিন বাড়ির কোন কোন জায়গায় রাউটার বসালে ঘরের প্রতিটি কোণে ভালো স্পিড পাবেন।
সবথেকে ভালো হয় যদি রাউটারটি আপনি আপনার বাড়ি বা আপনার অফিসের একদম মাঝখানে বসাতে পারেন। বাড়ির মাঝখানে রাউটারটিকে রাখলে ওয়াইফাই সিগন্যাল সহজেই বাড়ির প্রতিটি কোণে পৌঁছে যাবে।
ভালো সিগন্যাল পেতে রাউটারটিকে উঁচু জায়গায় রাখতে হবে। এতে সিগন্যাল আরো ভালোভাবে ছড়িয়ে পড়বে।
দুই বা তিনতলা বাড়ি হলে রাউটারটিকে ঘরের বাইরে ইনস্টল করতে হবে। এতে ইন্টারনেট পরিষেবার গতি বাড়বে।
কখনোই রাউটারকে জানলা বা আয়নার মতো প্রতিফলিত পৃষ্ঠের জায়গায় রাখবেন না। এতে সিগন্যাল বাউন্স ব্যাক করে।

এছাড়াও রাউটার থেকে ভালো সংযোগ পেতে আরও বেশ কিছু দিক খেয়াল রাখতে হবে। রাউটারের ফার্মওয়্যার আপডেট হয়েছে নাকি? রাউটারের বয়স কত? সময়ের সাথে প্ল্যান আপডেট করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

 

v

 

স্ব

 

স

স