নিজস্ব সংবাদদাতাঃ ম্যাচ জেতার জন্য চেন্নাই সুপার কিংসের টার্গেট ছিল ২১৯। কিন্তু হারলেও প্লে-অফে জায়গা করে নিতে পারার অঙ্ক ছিল তাদের সামনে। ২০১ রান করলেই হত। স্বাভাবিক ভাবেই চাপ বেশি ছিল আরসিবি শিবিরেই। তাদের প্রথম কথা জিততেই হত, দ্বিতীয়ত নেট রান রেট। বল হাতে শুরুটাও দুর্দান্ত হয় আরসিবির। বোলিং ওপেন করেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম বলেই ফেরান সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়কে। নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকে আরসিবি। তবে বিশ্বের সেরা ফিনিশার যে টিমে রয়েছে, তাদের বিরুদ্ধে ম্যাচ না হওয়া অবধি শেষ বলে কিছু নেই। ধোনি ক্রিজে থাকা অবধি প্লে-অফের দৌড়ে টিকে ছিল চেন্নাই। শেষ অবধি ২৭ রানের নাটকীয় জয় আরসিবির। নেট রান রেটের অঙ্কেও জয়। প্লে-অফে আরসিবি।