চাষের জমি জলের তলায়, বাড়ি জলমগ্ন, ঘরও ভেঙেছে! সবং-ডেবরায় জল-যন্ত্রণা

পাশে আছি জানান উপপ্রধান।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-09-16 at 7.58.44 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ভোগপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় বহু বাড়ি জলমগ্ন। জলে ডুবেছে পানীয় জলের কল, এলাকার রাস্তা। গত দুদিনের লাগাতার বৃষ্টির জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। 

বালিচক স্টেশন সংলগ্ন এলাকাতেই এই ভোগপুর এলাকা। প্রতি বছর বৃষ্টি হলেই জল জমা হতে থাকে।এবারেও সেই একই ছবি। অপরদিকে ডেবরার চকাশ্রব মৌজায় আরেফানেশা বিবির বাড়িও ভেঙেছে।এলাকাবাসীর অভিযোগ রেলের জায়গায় নিকাশী না থাকায় প্রতি বছর এই সমস্যা হয়। আমরা চাই নিকাশী সঠিক ভাবে করুক রেল। যদিও এই বিষয়ে ডুঁয়া ১০/২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল সুর বলেন, "প্রতি বছর এই ভাবেই এই এলাকা ডুবে যায় নিকাশি না থাকার জন্য। আমরা প্রতি বছর ওদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করি। এটা সত্য। নিকাশির একটা বড় সমস্যা রয়েছে।আমরা প্রশাসনিকভাবে পাশে আছি"।

অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলমগ্ন। ক্ষতি হয়েছে মাদুর চাষের ।সবংয়ের হরিরহাটসহ বেশ কয়েকটি এলাকায় সমস্ত চাষের জমি জলের তলায়। প্রশাসনিকভাবে কাঁটাখালি ও মোহাড়সহ যে সমস্ত এলাকায় জল জমার আশংকা রয়েছে সেগুলি পরিদর্শক করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স।