নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরে ব্যারেজে পরিদর্শনে এলেন বাঁকুড়া জেলাশাসক ও পুলিশ সুপার। তিনি দুর্গাপুর ব্যারেজে এসে সেচদপ্তরের অফিসে স্কাডা সেন্টার ঘুরে দেখেন।
/anm-bengali/media/post_attachments/08b8d740-9d1.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, দামোদর নদীর দুর্গাপুর ব্যারেজ এর লকগেট থেকে জল ছাড়ার সমস্ত কিছুই নিজে পরিদর্শন করেন জেলাশাসক সৈয়দ এন, বাঁকুড়া পুলিশ সুপার বৈভব তেওয়ারি।
/anm-bengali/media/post_attachments/d85365cb-d4f.png)
এছাড়াও তিনি কথা বলেন সেচ দপ্তরের আধিকারিক ও কর্মীদের সাথে।
/anm-bengali/media/post_attachments/e857702d-c2a.png)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ১ লক্ষ ১২ হাজার ৮৩৬ কিউসেক। আজ ১ লক্ষ ৬০০ কিউসেক জল ছাড়া হয়েছে।
/anm-bengali/media/post_attachments/a4047d52-71c.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)