পানীয় জলের দাবিতে রাস্তার উপর হাড়ি, বালতি রেখে পথ অবরোধ!

৬ মাস ধরে চলা সমস্যার সমাধান হল না আজও।

author-image
Anusmita Bhattacharya
New Update
oborodh

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: প্রায় ৬ মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের শ্রীপুর গ্রামে পানীয় জলের সমস্যা চলছে। দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের। চরম সমস্যার মধ্যে রয়েছে গ্রামবাসীরা। 

গ্রামবাসীদের অভিযোগ জল সমস্যার বিষয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিও অফিসে লিখিত জানিয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এমনকি সোমবারের মধ্যে জল সমস্যার সমাধান করে দেবে বলে জানিয়েছিল মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘাঁটি। সোমবার কেটে গেলেও সমাধান হয়নি পানীয় জলের সমস্যার। আজ সকালে ঘাটাল রাণীচক গ্রামীণ পিচ রাস্তায় শ্রীপুর মনসাতলা এলাকায় রাস্তার উপরে বাঁশ, হাড়ি, বালতি রেখে পথ অবরোধ করে বিক্ষোভ চলে গ্রামবাসীদের। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘাটাল রাণীচক গ্রামীণ পিচ রাস্তায়।

Add 1