নিজস্ব সংবাদদাতা : এক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে সোলার সাবমার্সিবল যুক্ত পাম্প, যার জেরে পানীয় জলের ক্ষেত্রে কুঁয়োর জলই ভরসা ঝাড়গ্রাম জেলার জামডহরি আদিবাসী গ্রামের বাসিন্দাদের। বারবার অভিযোগ করেও কোনও সুরাহা মেলেনি বলে দাবি গ্রামবাসীদের।
গরমের সময় গ্রামে পানীয় জলের জন্য কোনও রূপ ব্যবস্থা নেই সেরকমটাও কিন্তু নয়, কারণ গ্রামে পানীয় জলের জন্য সাবমার্শিবল যুক্ত সোলার পাম্প থাকলেও তাতে মেলেনি কোনও রূপ জল। কারণ দীর্ঘ এক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে পাম্পটি।
/anm-bengali/media/media_files/2025/03/28/HD3OYFaRsoKeGXaWoKvX.jpeg)
গরম পড়তেই আগেভাগে গ্রামের বাসিন্দারা তাদের সমস্যার কথা লিখিতভাবে ঝাড়গ্রাম জেলা পরিষদে জানালেও, এখনও পর্যন্ত কোনওরূপ সুরাহা হয়নি বলেই দাবি করছেন বাসিন্দারা। এই জামডহরী গ্রামে প্রায় ২২ টি পরিবারের মোট ১৩০ জন মানুষ বসবাস করেন। এখানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও রয়েছে। দীর্ঘদিন ধরে ওই পাম্পটি খারাপ হয়ে যাওয়ায়, এই গ্রাম সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও কিন্তু একই সমস্যা বর্তমান রয়েছে।