ট্রাম্পের নতুন শুল্ক : আয়ারল্যান্ডের অর্থনীতির জন্য বড় ধাক্কা
হুথিদের শক্তি ধ্বংসের পথে, ট্রাম্প বললেন—‘আমরা থামছি না’
ট্রাম্পের শুল্ক যুদ্ধে উত্তেজনা : চীন, জাপান, দক্ষিণ কোরিয়া একসঙ্গে দাঁড়িয়েছে
পদত্যাগ করলেন অর্থমন্ত্রী - এই মুহূর্তের বিরাট খবর
মালিকানায় আগ্রহ - ২৩ বিলিয়ন ডলারের বন্দর বিক্রি আটকে দিলো চীন
দুর্ঘটনা কাটিয়ে ২০৯ জন যাত্রী নিয়ে মাঝরাতে কামাখ্যা স্টেশনে পৌঁছল কামাখ্যা এক্সপ্রেস!
পাল্টা শুল্ক চাপাচ্ছে ট্রাম্প - বাণিজ্যযুদ্ধে নামবে ইউরোপ
দুর্যোগের মাঝে আশার আলো : মায়ানমারে যুক্তরাষ্ট্রের সাহায্য দলের পৌঁছবে
মাদুরাইয়ে পুলিশের গুলিতে নিহত ওয়ান্টেড অপরাধী! কী ঘটেছিল?

এক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে সোলার সাবমার্সিবল যুক্ত পাম্প যার জেরে পানীয় জলের ক্ষেত্রে কুঁয়োর জলই ভরসা ঝাড়গ্রামের জামডহরি গ্রামের বাসিন্দাদের

সোলার সাবমার্সিবল যুক্ত পাম্প খারাপ হয়ে পরে থাকার কারণে তীব্র জলসমস্যায় ভুগছেন, ঝাড়গ্রাম জেলার জামডহরি আদিবাসী গ্রামের বাসিন্দারা।

author-image
Debjit Biswas
New Update
JHARGRAM

নিজস্ব সংবাদদাতা : এক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে সোলার সাবমার্সিবল যুক্ত পাম্প, যার জেরে পানীয় জলের ক্ষেত্রে কুঁয়োর জলই ভরসা ঝাড়গ্রাম জেলার জামডহরি আদিবাসী গ্রামের বাসিন্দাদের। বারবার অভিযোগ করেও কোনও সুরাহা মেলেনি বলে দাবি গ্রামবাসীদের।
গরমের সময় গ্রামে পানীয় জলের জন্য কোনও রূপ ব্যবস্থা নেই সেরকমটাও কিন্তু নয়, কারণ গ্রামে পানীয় জলের জন্য সাবমার্শিবল যুক্ত সোলার পাম্প থাকলেও তাতে মেলেনি কোনও রূপ জল। কারণ দীর্ঘ এক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে পাম্পটি।

JHARGRAJM


গরম পড়তেই আগেভাগে গ্রামের বাসিন্দারা তাদের সমস্যার কথা লিখিতভাবে ঝাড়গ্রাম জেলা পরিষদে জানালেও, এখনও পর্যন্ত কোনওরূপ সুরাহা হয়নি বলেই দাবি করছেন বাসিন্দারা। এই জামডহরী গ্রামে প্রায় ২২ টি পরিবারের মোট ১৩০ জন মানুষ বসবাস করেন। এখানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও রয়েছে। দীর্ঘদিন ধরে ওই পাম্পটি খারাপ হয়ে যাওয়ায়, এই গ্রাম সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও কিন্তু একই সমস্যা বর্তমান রয়েছে।