নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবনচকের ঘটনাকে ঘিরে ইতিমধ্যে তুমুল উত্তেজনা বিক্ষোভ চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, গতকাল ২৫শে ডিসেম্বর উপলক্ষে বৃন্দাবন চকে পিকনিক করছিল বিজেপির কর্মী নন্দীগ্রামের বেশ কিছু নেতৃত্বরা। সেখানে তৃণমূল করার কারণে ঈর্ষান্বিত ভাবে বৃন্দাবনচক গ্রামের মহাদেব বিসুয়ী নামের এক তৃণমূল কর্মীকে অপহরণ করে নিয়ে যায় বিজেপি আশ্রিত এইসব দুষ্কৃতীরা। তাকে পিটিয়ে খুন করে একটি দোকানের মধ্যে ফেলে দিয়ে যায় বলে অভিযোগ। এই মহাদেবকে এর আগেও খুনের হুমকি দিয়েছিল বিজেপি এমনটা অভিযোগ।
জানা গিয়েছে, এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি নেতা সাহেব দাস ভোলানাথ কামিলা অনুপ মাইতি সহ একাধিক নেতৃত্ব কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য সম্প্রতি চলতি মাসে ধারালো অস্ত্র দিয়ে নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল বিজেপির দিকে। ফের পিটিয়ে খুনের ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে। যদিও বিজেপি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছে।