পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেত্রীর নিদান ঘিরে জেলাজুড়ে শোরগোল

পঞ্চায়েত সদস্যা ফুলটুসি দাস নিদান দিয়েছেন, 'পঞ্চায়েত নির্বাচনে বুথে থাকা তৃণমূলের এজেন্টদের দেখিয়ে ভোট দিতে হবে ভোটারদের।' এটাই দলের নির্দেশ বলেও গ্রামবাসীদের কাছে দাবি করতে শোনা যায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যাকে। 

author-image
SWETA MITRA
New Update
COVER.jpg

দিগ্বিজয় মাহালী, শালবনিঃ একদিকে সাধারণ ভোটারদের গুরুত্ব দিতে দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় "তৃণমূলে নব জোয়ার" কর্মসূচিকে সামনে রেখে ময়দানে নেমেছেন, ঠিক সেই সময় শালবনি ব্লকের সাতপাটি অঞ্চলের তিলাবনী বুথের এক পঞ্চায়েত সদস্যার বক্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হল। বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচির মাঝে পঞ্চায়েত সদস্যা ফুলটুসি দাস নিদান দিয়েছেন, 'পঞ্চায়েত নির্বাচনে বুথে থাকা তৃণমূলের এজেন্টদের দেখিয়ে ভোট দিতে হবে ভোটারদের।' এটাই দলের নির্দেশ বলেও গ্রামবাসীদের কাছে দাবি করতে শোনা যায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যাকে।  পঞ্চায়েত সদস্যের এমন মন্তব্যে অবশ্য কড়া প্রতিক্রিয়া দিয়েছে জেলা তৃণমূল (TMC) সভাপতি। দল যে এই মন্তব্যকে অনুমোদন করে না এমনটাই দাবি করেছেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা উল্লেখ করে জেলার তৃণমূল সভাপতির দাবি, দলের অবস্থান না বুঝেই মন্তব্য করেছেন পঞ্চায়েত সদস্যা। এমনকি পঞ্চায়েত সদস্যের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন খোদ দলের জেলা সভাপতি। যদিও নিজের অবস্থানে অনড় তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য। এমন মন্তব্যে কোনও ভুলই দেখছেন না তৃণমূলের দাপুটে নেত্রী ফুলটুসি দাস।  এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই নিশানা করেছে বিজেপি। এটাই তৃণমূলের সংস্কৃতি বলে দাবি বিজেপি নেতৃত্বের। সব মিলিয়ে পঞ্চায়েত সদস্যার নিদানকে ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে জেলাজুড়ে।