নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস ভাবে ধর্ষণ এবং হত্যার ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য তথা দেশ। এই ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা।
জানা গিয়েছে, আরজি কর কাণ্ডের তীব্র প্রতিবাদের মাঝেই শুরু হতে চলেছে টেলি-মেডিসিন পরিষেবা। আজ থেকেই শুরু হতে চলেছে জুনিয়র ডাক্তারদের টেলি-মেডিসিন পরিষেবা। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত টেলি-মেডিসিন পরিষেবা চালু থাকবে। জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭, ৬২৯০৩২৬০৭৯ এই নম্বরগুলিতে হোয়াটস্অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে টেলি-মেডিসিন পরিষেবা।