আরজি কর থেকে শিক্ষা, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ নিয়ে সজাগ এখনই

'সিসিটিভি ক্যামেরা সহ নিরাপত্তার দিকটি আমরা খতিয়ে দেখব'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: আরজিকর কাণ্ডের পর থেকে রাজ্যজুড়ে বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজ মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার বলয়ে। তবুও উত্তরবঙ্গের বেশ কিছু হাসপাতাল ও মেডিকেল কলেজে এখনও নিরাপত্তার অভাব দেখা যাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় গড়ে তোলার জন্য এদিন চম্পাসারি স্টেট গেস্ট হাউস এ বিভিন্ন সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক হয়ে গেল।

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সুরজিৎ কর পুরকায়স্থ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, সুপার সঞ্জয় মল্লিক, শিলিগুড়ি জেলা হাসপাতালে সুপার চন্দন ঘোষ, সিএমওএইচ তুলসি প্রামাণিক, শিলিগুড়ি পুলিশ কমিশনারট সি সুধাকর ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুরসহ অন্যান্যরা। 

Rg kar

বৈঠক শেষে সুরজিৎ কর পুরকায়স্থ জানান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও রায়গঞ্জ মেডিকেল কলেজ নিরাপত্তা সহ আরো বেশ কিছু ব্যাপার নিয়ে এদিন আলোচনা হয়। তিনি আরও জানান, “প্রত্যেকেরই নিজস্ব কিছু সমস্যা রয়েছে এবং আলোচনার মাধ্যমে আমরা বেশ কিছু ভালো পরামর্শ পেয়েছি। আমরা মেডিকেল কলেজে গিয়েও নিরাপত্তার দিকটি খতিয়ে দেখব। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পরিচালন ব্যবস্থা নেই একটি বড় সমস্যা রয়েছে। সিসিটিভি ক্যামেরা সহ নিরাপত্তার দিকটি আমরা খতিয়ে দেখব”। 

north bengal medical college

তবে কি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা আরো সুদৃঢ় করতে জায়গা জুড়ে বসতে চলেছে আরও ক্যামেরা? প্রশ্নটা থেকেই যাচ্ছে।