হরি ঘোষ, দুর্গাপুর: মনিটরিং অফিসার ও তার স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপে কাজ বন্ধ করে দিল সাফাই কর্মীরা।
অভিযোগ, সমস্যার জট কাটাতে বেশ কয়েকবার দুর্গাপুর নগর নিগমকে জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি। প্রতিবাদে নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে কাজ বন্ধ করে দিল সাফাই কর্মীরা। সাফাই কর্মীদের অভিযোগ, “মনিটারিং অফিসার আমাদের উপরে মানসিকভাবে অত্যাচার করে চলেছে। আমরা অসুস্থ হয়ে গেলেও আমাদের ছাড়া হয় না। সাফাই কর্মীদের সুপারভাইজারকে মনিটরিং অফিসার ও তার স্বামী মিলে জুতো দিয়ে মারতে যায় বলেও অভিযোগ সাফাই কর্মীদের। দু'বছর ধরে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। দ্রুত আমরা ওনার বদলি চাই”।
/anm-bengali/media/media_files/2025/03/29/36KNSMb6QKIuJSRRixb8.png)
এর ফলে দুর্গাপুর নগর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করার কাজ বন্ধ আজ পাঁচ দিনে পড়ল। যার ফলে ওই এলাকার মানুষদের সমস্যায় পড়তে হয়েছে। যদিও আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে, সাফাই দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারির।