নিজস্ব সংবাদদাতা: এবার ট্যাব দুর্নীতির পারদ ছুঁল দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে রাজ্য সরকারের দেওয়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ প্রকাশ্যে এসেছে। জেলার ২৫-৩০টি স্কুলের প্রায় সাড়ে চারশো পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলেই জানা যাচ্ছে। যা তথ্য মিলছে সেই সকল টাকা চলে গিয়েছে বিহারে। যার মধ্যে অনেকে সেই টাকা তুলেও নিয়েছে। অসহায় অবস্থায় পড়েছে পড়ুয়ারা।