মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা, মালিকের গলায় কোপ

এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Adrita
New Update
্ব

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ভরা বাজারের মধ্যে ভরবেলায় সোনার দোকানে লুঠের চেষ্টা। সূত্র মারফত জানা গিয়েছে যে, মুকুন্দপুরের গীতাঞ্জলি সোনার দোকানে হামলা চালায় দুইজন দুষ্কৃতী। কলকাতা শহর জুড়ে দুষ্কৃতির দৌরাত্য শুরু হয়েছে। জানা গিয়েছে যে, মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে দোকানের মালিকের ওপরে হামলা চালানো হয়েছে। দোকানের মালিক বাঁধা দিতে গেলে তার গলায় ছুরি দিয়ে কোপ দেওয়া হয়েছে। যার ফলে তাকে গুরুতরভাবে আহত অবস্থায় স্থানীয় মুকুন্দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি | দৈনিক আজকের দর্পণ

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, আজ সকালে ক্রেতা সেজে দুই দুুষ্কৃতী এসে সোনার দোকানে ঢোকে। স্থানীয়রা এই ঘটনায় আতঙ্কে রয়েছে। তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত করছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। ভরবেলার দিকে এই ঘটনা ঘটা নিয়ে পুলিশি নিরাপত্তা নিয়েই উঠছে বার বার প্রশ্ন। জানা গিয়েছে সোনার দোকানের থেকে মাত্র আধ কিলোমিটারের দূরত্বেই রয়েছে এই সোনার দোকানটি। তা সত্ত্বেও নিরাপত্তার অভাববোধ করেছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, সোনার দোকানে হামলার ঘটনায় ইতিমধ্যে দুইজন দূষ্কৃতীকে আটক করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। 

লুঠের চেষ্টায় বাধা, সোনার দোকানে ঢুকে মালিকের গলায় ধারাল অস্ত্রের কোপ!  অশান্ত মুকুন্দপুর