নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: পুজোর পরে ডুয়ার্সে ঘুরতে যাবেন ভাবছেন চলে আসুন আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া অভয়ারণ্য ন্যাশনাল পার্কে। ঘুরতে আসুন আর ডুয়ার্সকে ভালোবাসুন। পুজোর আগেই পর্যটকদের ঢল নেমেছে জলদাপাড়ায়। তবে জঙ্গলে ঘোরার জন্য রয়েছে জিফে জঙ্গল সাফারি।
শালকুমার জলদাপাড়া গেট থেকে পর্যটকদের জন্য নতুন করে শুরু হয়েছে হাতি সাফারিও। হাতির পিঠে উঠেই জঙ্গল ভ্রমণ ঘুরে আসতে পারবেন। এছাড়াও অনেক কিছু দেখতে পাবেন। বিভিন্ন জায়গার পর্যটকরা আসছেন জলদাপাড়া অভয়অরণ্য ঘুরতে।
সাফারি করে পর্যটকরা জলদাপাড়ার এক শৃঙ্গ গণ্ডার দেখতে পান, পাশাপাশি হাতি,বাইসন সম্বর হরিণ,ময়ূর,লেপার্ট বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পারেন। হাতি সাফারির জন্য শালকুমার গেটে এসে টিকিট সংগ্রহ করে করতে পারবেন ও জিফ সাফারি অনলাইন অফ লাইন দুইটো পাবেন। সব মিলিয়ে যমজমাট জলদাপাড়া অভয়াঅরণ্য।