নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে ঘাটাল মহকুমা হাসপাতালের দু নম্বর গেটের সামনে ব্লাড ব্যাঙ্কের গাড়ির ধাক্কায় আহত হল এক মোটরসাইকেল চালক। আজ দুপুর নাগাদ ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের গাড়ি দাসপুরের হরিরামপুর থেকে ফিরে হাসপাতালের দু নম্বর গেট দিয়ে প্রবেশ করছিল সেসময় ওই গেট দিয়ে হাসপাতাল থেকে বারহচ্ছিল একটি মোটরসাইকেল। ঠিক সেই সময়েই হাসপাতালের প্রবেশ পথে মোটরসাইকেলকে জোরে ধাক্কা মারে ব্লাড ব্যাঙ্কের গাড়িটি। ছিটকে পড়ে যায় বাইক চালক।
জানা গিয়েছে যে, ঘটনাস্থলে গুরুতর আহত হন ওই মোটরসাইকেল চালক। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে দ্রুত তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তার আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, মোটরসাইকেল আরোহীর নাম অশোক ভূঁইয়া। তার বাড়ি দাসপুর থানার কামালপুরে। বর্তমানে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জখম বাইক চালক।