তালা বন্ধ ঘর লক্ষ্য করেই চলছে চুরি, ক্ষুব্ধ এলাকাবাসী

ক্ষুব্ধ এলাকাবাসী।  

author-image
Adrita
New Update
দলের হেভিওয়েট নেতার মতো এবার মুখ্যমন্ত্রীও যাবেন জেলে?

নিজস্ব সংবাদদাতা, লাউদোহা: দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা থানা এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। তালা বন্ধ ঘর লক্ষ্য করেই চলছে চুরি। গত দুই মাসে একাধিক চুরির ঘটনা সামনে এসেছে, যার মধ্যে তালা বন্ধ ঘর থেকে লক্ষাধিক টাকার চুরি এবং একটি সোনা-রুপোর দোকানের তালা ভেঙে চুরির ঘটনাও ঘটেছে।

সবচেয়ে সাম্প্রতিক ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে, যা শুক্রবার সকালে প্রকাশ পায়। গৌরবাজার ও গোগলা এলাকায় বেশ কয়েকটি ট্রাক্টরের ব্যাটারি, একটি জেসিবি ও একটি টোটোর ব্যাটারি চুরি হয়। ২০১৮ সালে গোগলা এলাকা থেকে একটি বোলেরো চুরির ঘটনা ঘটেছিল যা আজও অমীমাংসিত বলে জানিয়েছেন গাড়ির মালিক বিশ্বজিৎ সরকার।

এই ধারাবাহিক চুরির ঘটনায় ট্রাক্টর মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গোগলা এবং গৌরবাজার এলাকায় একাধিক ট্রাক্টরের ব্যাটারি চুরি হয়েছে, যা ব্যবসার ওপর প্রভাব ফেলছে। ট্রাক্টর মালিক শুভাশিস ঘোষ বলেন, "চুরি যদি এভাবে চলতে থাকে তাহলে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। ব্যাটারি চুরি হওয়ার পর থেকে ট্রাক্টর বন্ধ আছে, নতুন ব্যাটারি না কিনলে ব্যবসা চলবে না।"

গোগলা এলাকার টোটো চালক ইমতিয়াজ আলী জানান, তার সংসার একমাত্র টোটোর আয়ের উপর নির্ভরশীল। তার টোটোটি বাড়ির সামনে রাখা ছিল, যা পরে একটি মাঠের ধারে পাওয়া যায় কিন্তু ব্যাটারি চুরি হয়ে যায়।

এই ধারাবাহিক চুরির ঘটনাগুলি নিয়ে এলাকার মানুষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, কারণ নিয়মিত পুলিশি টহল থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা ঘটে চলেছে। এলাকাবাসীরা পুলিশের প্রতি নজরদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন।