আদালতের গেটে ঝুলছে তালা! বাইরে দাঁড়িয়ে বিচারক

জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতে বাইরে দাঁড়িয়ে বিচারক। আদালতে তালা।

author-image
Tamalika Chakraborty
New Update
jalpaiguri

নিজস্ব সংবাদদাতা:  প্রতিদিনের মতো নির্দিষ্ট সময়ে আদালতে চলে আসেন বিচারক।  পাশাপাশি চলে আসেন মামলাকারীরাও চলে আসেন। কিন্তু আদালতের প্রধান গেটে তালা মারা। আশেপাশে নেই কোনও নিরাপত্তা রক্ষী। গেটের ফাঁক দিয়ে শুধু ভিতরে একটা বাইক দেখা যাচ্ছে। সেটা আবার পুলিশের। কিন্তু তালা লাগাল কে?  হন্যে হয়ে সেই তালার চাবি খুঁজতে থাকেন নিরাপত্তা রক্ষীরাও। 

শুক্রবার এমনই ঘটনা ঘটে জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতে।  ঘটনার জেরে কার্যত অচলাবস্থা দেখতে পাওয়া যায়। পরে এক এনভিএফ কর্মী এসে জানান, তিনি তাঁর নিজের বাইকটি ওখানে রেখেছিলেন, আর বাইকের নিরাপত্তার জন্য আদালতের গেটে তালা লাগিয়ে দিয়ে গিয়েছিলেন। জানা গিয়েছে, এন ভি এফ কর্মীর নাম সদানন্দ দাস।  তিনি বাইক সেখানে রেখে তালা লাগিয়ে চলে যান। দরজা তালা বন্ধ থাকায় দুপুর পর্যন্ত আদালতের বাইরে দাড়িয়ে থাকতে হয় বিচারক অপূর্ব কুমার ঘোষ সহ আইনজীবী এবং ক্রেতা সুরক্ষা আদালতে আসা বিচারপ্রার্থীদের।  ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। 

পরে পুলিশ সুপারের দ্বারস্থ হন বিচারক। ঘটনাস্থলে যান পুলিশ সুপার। বাজেয়াপ্ত করা হয় দাবিদারহীন সেই মোটর বাইকটিকে। রে হাজির হন ওই এনভিএফ কর্মী। নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান ওই এনভিএফ কর্মী। তিনি জানান, বাইকটির সুরক্ষার জন্যই তিনি ওই ভাবে তালা লাগিয়ে দিয়ে গিয়েছিলেন।

 tamacha4.jpeg