নিজস্ব সংবাদদাতাঃ জলের দাবিতে ফের আরো একবার বিক্ষোভে সামিল হলো অন্ডালের খান্দরা জলধর পাড়ার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রঞ্জিত বাউরি ও নীলকন্ঠ মুখার্জিরা জানান, গত কয়েকদিন আগে খান্দরা কোলিয়ারি কর্তৃপক্ষ এলাকায় জলের পাইপ লাইন কেটে দিয়েছে।
ইসিএল এর বসানো পাইপ লাইন কেটে দেওয়ার সাথে সাথে সরকারি তরফে জলের যে পাইপ লাইন ছিল সেটাও ভেঙে যায় বলে গ্রামবাসীদের অভিযোগ। আর সে কারণেই হয়েছে বিপত্তি। এই ঘটনায় এলাকায় বেশ কয়েকদিন ধরেই জল সঙ্কটে ভুগছে গ্রামের স্থানীয় বাসিন্দারা।
সে কারণেই শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে এলাকার বাসিন্দারা জলের সমস্যার সমাধানের জন্য খান্দরা কোলিয়ারির সামনে বিক্ষোভে সামিল হন। স্থানীয়দের দাবী পূর্বে জলের পাইপলাইন যেমন ছিল ঠিক তেমনটাই করে দিতে হবে ইসিএল কর্তৃপক্ষকে। সমস্যার সমাধান না হলে কোলিয়ারি বন্ধ করেআন্দোলনে নামবেন তারা। যদিও এই বিষয়ে কোলিয়ারির কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।