জমি মাফিয়াদের জমি দখল রুখতে আন্দোলন শুরু জমি মালিকদের

এলাকার প্রায় ৫০০ জন মানুষ এই আন্দোলনে আজ সামিল হয়েছিলেন। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ewadsf

File Picture

নিজস্ব সংবাদদাতা: নানা ভাবে প্রলোভন, হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঝাড়গ্রামে জমি রক্ষার পক্ষে জমি বাঁচানোর বিক্ষোভ দেখালো এলাকাবাসী। বুধবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি ও চন্দ্রি অঞ্চল এলাকার ছয় নম্বর জাতীয় ধারে শালগুড়া, কন্যাডুবা, ভান্ডারিকাটা, গড়গড়িশোল, গোকুল পুর, মাটিহানা সহ পার্শ্ববর্তী গ্রামগুলির জমিতে বিক্ষোভ দেখায় চাষীরা। 

এই জমিগুলিতে মূলত ধান সহ সবজি চাষ হয়। সেই জমিতে কোন এক কোম্পানি কারখানা তৈরি করবে বলে নোটিশ দেওয়া হয়। তাই ওই জমি কেনার জন্য জমি মাফিয়ারা জমি বিক্রি করার জন্য নানা ভাবে জমির মালিকদের প্রলোভন, হুমকি দেয় বলে গ্রামবাসীদের অভিযোগ। তবে কারখানা যিনি তৈরি করবেন তিনি সরাসরি জমি মালিকদের কাছে যাননি বলেই জানান জমি মালিকরা। 

জমি মাফিয়াদের হুমকি তে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি জেলা প্রশাসনকে এর পক্ষ থেকে জানানো হয়েছে বলে সুধীর সরেন, কল্পনা নায়েকের মতো ওই এলাকার বাসিন্দারা জানান।

ekoll

তাই বুধবার ওই এলাকার গ্রামবাসীরা নিজেদের জমি রক্ষার পক্ষে জমি রক্ষা কমিটির উদ্যোগে এলাকায় মিছিল করে আন্দোলন করেন। এলাকার প্রায় ৫০০ জন মানুষ এই আন্দোলনে আজ সামিল হয়েছিলেন। 
ওই মিছিলে অংশগ্রহণকারী গ্রামবাসীদের দাবি, “আমরা প্রাণ দেবো, তবু আমরা জমি দেব না”। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে। 

epoyoyp