হাঁসুয়া দিয়ে স্বামীকে খুন ! থানায় আত্মসমর্পণ স্ত্রীর

তদন্ত চলছে।

author-image
Adrita
New Update
ব্যবসায়ী খুনের রহস্য ভেদ করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা, কাঁকসাঃ স্বামীর সাথে প্রতিদিন চলতে অশান্তি। শুক্রবার রাতেই সেই অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। তারপরেই ঘুমিয়ে যায় স্বামী। তারপরেই হাঁসুয়া দিয়ে স্বামীর গলায় কোপ মারে স্ত্রী। রাতেই মৃত্যু হয় স্বামীর। থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী। এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটলো কাঁকসার রাজবাঁধে। মৃত ব্যক্তির নাম চুনা কোঁড়া(৫০)। অভিযুক্ত স্ত্রীর নাম অম্বু কোঁড়া। পেশায় ডেকোরেটর কর্মী ছিলেন।

ঘটনার তদন্তে যান কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে এসিপি সুমন কুমার জয়সওয়াল। এসিপি বলেন,স্ত্রীর সাথে বিবাদের জন্যই স্বামীর খুন। মদ্যপান করতো প্রায় দিন স্বামী সেই জন্যই স্ত্রীর সাথে বিবাদ চলতো। শুক্রবার রাতে ঘুমন্ত স্বামীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করে স্ত্রী। অভিযুক্ত অম্বু কোঁড়াকে গ্রেপ্তার করা হয়েছে।

মৃত্যুদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পিছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা সে নিয়েও তদন্ত শুরু হয়েছে।এলাকায় চাঞ্চল্য।