নিজস্ব সংবাদদাতা : আজ নেপালের কাঠমান্ডু শহরে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। রাজতন্ত্রপন্থীরা রাজতন্ত্র ফেরাতে এবং নেপালকে ফের হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে সমাবেশ শুরু করলে সেই সমাবেশকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে এলাকা। এরপরেই শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভের মধ্যে একজনকে সিসিটিভি ক্যামেরা ভাঙতে দেখা গেছে এবং কিছু জায়গায় অগ্নিসংযোগও হয়েছে। বর্তমানে কাঠমান্ডুর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং কাঠমান্ডুর তিনকুনে, সিনামঙ্গল এবং কোটেশ্বর এলাকায় নিরাপত্তার জন্য কারফিউ জারি করা হয়েছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষও ঘটছে। এই ঘটনার ফলে শহরের বিভিন্ন এলাকায় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে।
/anm-bengali/media/media_files/2025/03/28/1000177222-285445.jpg)