নিজস্ব সংবাদদাতা: এবার পুরসভাতেই চললো জালিয়াতির ঘটনা। নদীয়ার কল্যাণী পৌরসভাতেই ঘটেছে এমন ঘটনা। ধৃত পৌরসভার অস্থায়ী কর্মীর নাম সৌরেন দাস। কল্যাণী পৌরসভার পৌরপ্রধানের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ।
অভিযোগ, অভিযুক্ত দখলনামা ট্যাক্সের রসিদে নাম বদলে একই ঠিকানা রেখে অন্যের রসিদে অন্যের নামে করে দেয়। যার নামে করে দেয় সে পৌরসভায় মিউটেশন এর জন্য জমা দিলে বিষয়টি সামনে আসে। এরপরই জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত পৌর কর্মীর নাম উঠে আসে।
তারপরই কল্যাণী থানার পুলিশ সেই অভিযুক্ত অস্থায়ী কর্মীকে গ্রেফতার করে। এদিন ধৃতকে কল্যাণী আদালতে পেশ করা হলে তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই কাজে সে একাই নাকি তাঁর সাথে পুরসভার অন্য কেউ জড়িত আছে, তা সন্ধান চালাচ্ছে কল্যাণী থানার পুলিশ।
এই প্রসঙ্গে কল্যাণী পুরসভার পৌরপ্রধান নিলিমেশ রায় চৌধুরী বলেন, সম্পূর্ণ ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। এর ভিতরে আর কেউ জড়িয়ে থাকলে, তাও খুঁজে বের করা হবে।