বিষ স্যালাইন কাণ্ডে উত্তাল রাজ্য! তার মধ্যেই একী বললেন সাংসদ

মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া বলেন, হাসপাতালে সমস্ত মা ও নবজাতক শিশু ভালো আছে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
june maliaah.jpg


নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া বলেছেন, "আমি আজ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছি। সকল মা এবং নবজাতক ভালো আছেন। মিটি রিপোর্ট জমা দেওয়ার সাথে সাথেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনীয় এবং কঠোর পদক্ষেপ নিন।" প্রসঙ্গত বিষাক্ত স্যালাইন দেওয়ার জেরে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিন প্রসূতিকে গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম নিয়ে আসা হয়েছে। তারমধ্যে দুই প্রসূতি ভেন্টিলেটরে রয়েছেন বলে জানা গিয়েছে। 

saline death