পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে চান মমতা ! এবার মমতা ব্যানার্জিকে কড়া আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস নেতা
মুর্শিদাবাদ হিংসার জের ! ঘর থেকে পালিয়ে ঝাড়খণ্ডে আশ্রয় নিচ্ছেন শয়ে শয়ে মানুষ
“সব শেষ হয়ে গেল…” ! মুর্শিদাবাদ হিংসার ঘটনার কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন বৃদ্ধ
সারেঙ্গা একাদশের বার পুজো অনুষ্ঠান
বিহারে ফের ক্ষমতায় আসবে এনডিএ (NDA) ? বড় দাবি করলেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন
মুর্শিদাবাদের হিংসায় জড়িয়ে রয়েছেন বাংলাদেশের দুষ্কৃতীরা ! ভয়ঙ্কর তথ্য মিলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে
৭০% নয় ৩০% কে সুরক্ষিত রাখতে চায় তৃণমূল ! এবার রাজ্য সরকারকে দুষলেন মুখতার আব্বাস নকভি
কেশপুরে পশ্চিমবঙ্গ দিবস ও নববর্ষ উদযাপন
মুর্শিদাবাদ কাণ্ডে ১০৯৩ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল পুলিশ

জঙ্গলে ঘেরা ঝাড়গ্রামে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে নির্বিঘ্নে

ঝাড়গ্রাম জেলার ৮টি থানাকেই নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষা নির্বিঘ্নে করানোর জন্য।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
53gybhmm

File Picture

নিজস্ব সংবাদদাতা: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার ঝাড়গ্রাম জেলায় পরীক্ষার্থী ৬৭২৭ জন। তার মধ্যে ছাত্র ৩২৭৫ এবং ছাত্রী ৩৪৫২ জন। 

জেলার সমস্ত জঙ্গল রাস্তা ইতিমধ্যে দখল নিয়েছে বনদফতর ও পুলিশ। সমস্ত জঙ্গল রাস্তা কনভয় করে পার করে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। বাড়ি ফেরার সময়ও একই রকম পাহাড়া থাকবে বলে জানা গিয়েছে।

53sf6

ঝাড়গ্রাম এর পুলিশ সুপার অরিজিৎ সিনহা এই প্রসঙ্গে জানান, জেলার ৮টি থানাকেই নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত ফোর্স ও সিভিক যেন রাস্তায় থাকে। কারোর কোনও অসুবিধা হলে তৎক্ষনাৎ তাকে যাতে সহায়তা করা যায়। প্রতিটা থানা এলাকায় একাধিক পুলিশ অ্যাসিস্টেন্ট বুথ করা হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে মোবাইল ভ্যান। নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। 

এবার স্কুলে ঢোকার ক্ষেত্রেও আরও বিধিনিষেধ করা হয়েছে। এবার কেউ কোনও রকম হাত ঘড়িও ব্যবহার করতে পারবে না। পরীক্ষা হলে লাগানো আছে সিসি ক্যামেরা। ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তবেই ভেতরে ঢোকানো হচ্ছে।

53ygftunn

জঙ্গল এবং রাস্তায় ব্যাবস্থাপনা নিয়ে খুশি অভিভাবক সহ পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র যাতে লিক না হয় তার জন্য শিক্ষাদপ্তরের ব্যবস্থাপনাতেও খুশি অভিভাবকরা।