নিজস্ব সংবাদদাতা: এবার কুণাল ঘোষের বিরুদ্ধে কটাক্ষের প্রতিবাদ জানালেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
তিনি কুণাল ঘোষের একটি ট্যুইট শেয়ার করে বলেছেন, "নিজের দলের কর্মীদের সম্পর্কে এরকম কেউ বলে কুণাল ঘোষ? দুই বালতি প্রতিবাদ জানাচ্ছি আপনার এই মন্তব্যের জন্য।। ডক্টর রিজু দত্তর সাথে রাজনৈতিক বিরোধ আছে আমার, কিন্তু ছেলেটা তো আপনাদের দলেরই মুখপাত্র"।। তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
দুই বালতি প্রতিবাদ জানাচ্ছি আপনার এই মন্তব্যের জন্য- কুণাল ঘোষের বিরুদ্ধে প্রতিবাদ!
কি বলা হল কুণাল ঘোষের বিরুদ্ধে?
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: এবার কুণাল ঘোষের বিরুদ্ধে কটাক্ষের প্রতিবাদ জানালেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
তিনি কুণাল ঘোষের একটি ট্যুইট শেয়ার করে বলেছেন, "নিজের দলের কর্মীদের সম্পর্কে এরকম কেউ বলে কুণাল ঘোষ? দুই বালতি প্রতিবাদ জানাচ্ছি আপনার এই মন্তব্যের জন্য।। ডক্টর রিজু দত্তর সাথে রাজনৈতিক বিরোধ আছে আমার, কিন্তু ছেলেটা তো আপনাদের দলেরই মুখপাত্র"।। তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।