নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ বর্তমানে রাজ্য জুড়ে আবাসের সার্ভে চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ উঠে আসছে।বিক্ষোভ হচ্ছে,ঝামেলা হচ্ছে,কোথাও আবার ১২ টি গ্রামে একজনেরও আবাসে নাই নেই। এই আবহের মধ্যেই আবাসের বাড়ী ফিরিয়ে নজির গড়লো ডেবরার দুই মহিলা প্রধান।
ডেবরা ব্লকের ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্নিমা ভুঁইয়া এবং রাধামোহনপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী মন্ডলের স্বামীর নামে আবাস যোজনায় নাম আসে। এমনকি তারা পাওয়ার যোগ্য। তা সত্তেও দলের এবং নিজেদের ভাবমূর্তি ঠিক রাখার জন্য তারা বাড়ী ফিরিয়ে দিলেন।ইতিমধ্যে বিডিওকে তাঁরা জানিয়েও দিয়েছেন। তাদের দাবী তাদের থেকে আরো অনেক গরীব পরিবার রয়েছে যারা বাড়ী পাওয়ার যোগ্য। তাই তারা নিজেরাই সদিচ্ছায় আবাসের বাড়ী ফিরিয়ে দিলেন।
অপরদিকে এ বিষয়ে ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল জানান, '' আমরা আমাদের দলের দুই প্রধানকে সাধুবাদ জানাই। ওনাদের এই ভূমিকা নিয়ে। ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী বলেন আমাদের কাছে বাড়ি ফিরিয়ে দেওয়ার আবেদন এসেছে। আমরা তা গ্রহণ করেছি। ওনারা বাড়ি পাওয়ার যোগ্য। যেহেতু ওনারা জনপ্রতিনিধি, তাই নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্য ওনারা বাড়ি ফিরিয়ে দিয়েছেন। আমরা ওনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ''