নিজস্ব সংবাদদাতাঃ গঙ্গাসাগরের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙ্গন রুখতে তাই বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।
/anm-bengali/media/post_banners/uMl2tiG8WkBPgsVKQuUW.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, গঙ্গাসাগরের ভয়াবহ ভাঙন রুখতে রাজ্য সরকার আইআইটি মাদ্রাজ ও নেদারল্যান্ডের প্রযুক্তিগত সহায়তা নিতে চলেছে। পাশাপাশি আসন্ন গঙ্গাসাগর মেলার জন্যও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া হবে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/9zEUu1GIAVEJuPspX5pH.jpg)