আন্তঃরাষ্ট্রীয় সোনা চালান চক্রের পর্দা ফাঁস, মিললো বড় সাফল্য

যারা সক্রিয় রয়েছে শিলিগুড়ি, কলকাতা সহ আশেপাশের আরও বিভিন্ন এলাকায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
gfjkjlk;l

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের বড় সাফল্য। সোনা সহ গ্রেপ্তার আন্ত:রাষ্ট্রীয় সোনা চালান চক্রের সদস্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল সকাল থেকেই কোচবিহার জেলার শীতলকুচি এলাকায় ডেরা পেতে বসেছিল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিরা। সূত্র মোতাবেক এক ব্যক্তিকে অনুসরণ করা শুরু করেন তারা।

অবশেষে তাপস সাহা নাম এক অভিযুক্তকে জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা। সেই ব্যক্তির হেফাজত থেকে বেরিয়ে আসে তিনটি সোনার বিস্কুট। সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় তাপস সাহা কে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা জানতে পারে তাপস সাহা আন্ত:রাষ্ট্রীয় সোনা চালান চক্রের সঙ্গে যুক্ত।

publive-image

ধৃত এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরও বেশ কয়েকজন সদস্যের নাম। যারা সক্রিয় রয়েছে শিলিগুড়ি, কলকাতা সহ আশেপাশের আরও বিভিন্ন এলাকায়। এমনই চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা পাওয়া মাত্রই শুরু করে তদন্ত।

ধৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক ওজন ১ কিলো ৭৪৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৪৮ হাজার ৯৬০ টাকা।

publive-image

আজ কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের পক্ষ থেকে ধৃত তাপস সাহাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।