মেয়ের 'গিফ্ট' চুরি ! ফেরত পেয়ে থানায় কেঁদে ফেললেন বাবা

বড় সাফল্য।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ  সাইবার প্রতারণার মুখে পড়েছিলেন দুর্গাপুরের বিধাননগরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী আর এক ব্যক্তি। আবার অনেকের চুরিও গিয়েছিল মোবাইল। চুরি যাওয়া মোবাইল আর সাইবার প্রতারণা হওয়া টাকা উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল নিউ টাউনশিপ থানার পুলিশ। মোবাইল আর টাকা ফিরে পেয়ে খুশি মালিকরা। কারোর এক বছর কারোর আবার দু'বছর আগে নিউ টাউনশিপ থানার বিভিন্ন প্রান্ত থেকে চুরি গিয়েছিল মোবাইল। তদন্তে নেমেছিল পুলিশ। তদন্তের ভিত্তিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় ১৪টি মোবাইল। বৃহস্পতিবার দুপুরে 'ফিরে পাওয়া' অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের হাতে তুলে দেওয়া হয় মোবাইলগুলি।

দুজন সাইবার প্রতারণার মুখে পড়ে খোয়া গিয়েছিল একজনের ৩৫ হাজার টাকা আরেকজনের ২০ হাজার টাকা। তাদের হাতেও তুলে দেওয়া হয় সেই টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়, সার্কেল ইন্সপেক্টর (সিআই) রণবীর বাগ, ওসি নিউ টাউনশিপ নাসরিন সুলতানা সহ পুলিশ আধিকারিকরা।

ভোলানাথ সহ নামের প্রৌঢ়া মোবাইল ফিরে পেয়ে কান্নায়  ভেঙে পড়েন। তিনি বলেন," আমার মেয়ের দেওয়া মোবাইল চুরি গিয়েছিল। আমি খুবই কষ্ট পেয়েছিলাম। কিন্তু আজ মোবাইল ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেললাম। পুলিশ আধিকারিকদের অসংখ্য ধন্যবাদ। " এসিপি সুবীর রায় বলেন," কারোর ছ'মাস কারোর এক বছর আগে কারোর আবার আরো আগে মোবাইল চুরি গেছিল। দু'জন সাইবার প্রতারণার মুখেও পড়েছিল। তদন্ত নামে নিউ টাউনশিপ থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে বিভিন্ন প্রান্ত থেকে মোবাইলগুলি উদ্ধার করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রতিমুহূর্তেই মানুষের সাথে মানুষের পাশে। "