বন্যা কেড়ে নিয়েছে অনেক কিছুই, তবুও শিক্ষা সরে যাচ্ছে না এদের কাছ থেকে!

বন্যাত্রাণ শিবিরে গিয়ে গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে পাঠদান করছেন খুদে পড়ুয়াদের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Flood

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাক্ষুসে বন্যা কেড়ে নিয়েছে সবকিছু। ভেসে গিয়েছে ঘর বাড়ি। মাথার ছাদটুকুই যেখানে নেই, সেখানে পড়াশোনা কি করে থাকবে! স্বাভাবিক ভাবেই এই অকাল বন্যা শুধু ঘর-বাড়ি, সম্পত্তি, আনাজ পাতি ভাসিয়ে নিয়ে গেছে তাই নয়, ভাসিয়ে নিয়ে গেছে স্কুল পড়ুয়াদের ভবিষ্যতও। 

সেই পড়ুয়াদের কথায় এবার ভাবলেন শিক্ষকরা। বন্যাত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারের ছোটোছোটো ছেলেমেয়েদের পঠন-পাঠন জারি রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন মানিকচক চক্রের বেশ কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা বন্যাত্রাণ শিবিরে গিয়ে গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে পাঠদান করছেন খুদে পড়ুয়াদের। সোমবার এমনটাই ছবি নজরে এল মালদার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস হাইস্কুলের বন্যাত্রাণ শিবিরে। 

north bengal flood

দেখা গেল কয়েকজন শিক্ষক মিলে বেশ কিছু ছোটোছোটো ছেলেমেয়েকে প্রাথমিক শিক্ষার নানান বিষয়ের পাঠদান করছেন। পাঠদানে যুক্ত এক শিক্ষক জানান, গত মাস দুয়েক ধরে বন্যার জলে ভাসছে গোটা ভূতনী এলাকা। তাই সেই সমস্ত এলাকার অসহায় মানুষজনেরা মথুরাপুরের বিভিন্ন স্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। তাই শিবিরে থাকা পরিবারের ছেলেমেয়েদের পঠন-পাঠন জারি রাখতে তারা এগিয়ে এসেছেন। খুদে পড়ুয়াদের পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। শিক্ষক হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করছেন তারা।

Bengal flood situation

এই অভিনব প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।

Adddd