নিজস্ব সংবাদদাতা: সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর এলাকায় দক্ষিণ পূর্ব রেলের ইলেকট্রিক খুঁটিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। যা নিয়ে শোরগোল পড়ল।
/anm-bengali/media/media_files/2025/03/24/QsKLkjOsq66H1jbMmkZK.png)
এদিন সকালে, রাধামোহনপুর স্টেশন থেকে কিছুটা দূরে রেলের ইলেকট্রিক খুঁটিতে কিছু একটা ঝুলতে দেখতে পায় স্থানীয়রা। সামনে গিয়ে দেখেন এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। আর তার পরেই চাঞ্চল্য শুরু হয় এলাকায়। অনেকের অভিযোগ খুন করেও টাঙিয়ে দেওয়া হতে পারে ঐ ব্যক্তিকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরুর পাশাপাশি ওই ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।