নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বাড়ি ঝাঁট দিয়ে ময়লা ফেলতে যাওয়ার সময় বাড়ির সামনে থাকা বৈদ্যুতিক খুঁটির আর্থিং তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সুজানগর এলাকায়। ইলেকট্রিক ট্রান্সফরমার থেকে বৈদ্যুতিক কেবিল তারের সংযোগ চলছিল বিভিন্ন এলাকায়, গতকাল রাতে সেই কাজ শেষ করে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।
জানা গিয়েছে, আজ সকালে সেই বৈদ্যুতিক খুঁটির আর্থিং তারের সঙ্গে যুক্ত হয়ে মর্মান্তিক মৃত্যু হয় এক মহিলার। জানা গিয়েছে সুরেখা খাঁড়া নামে এক মহিলা সাত সকালে বাড়ি ঝাঁট দিয়ে বাড়ির পাশে ময়লা ফেলতে যাবার সময় বাড়ির সামনে থাকা বৈদ্যুতিক খুঁটির আর্থিং তারের সংস্পর্শে চলে আসে ঐ মহিলা। তখনি ঘটে বিপত্তি। আর্থিং তারের সংযোগে আটকে রাখে ওই মহিলাকে। পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ঐ মহিলা কে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।