নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ মহিলা কলেজে পরীক্ষার্থীর ব্যাগের নিচে চন্দ্রবোড়া, অল্পের জন্য মিলল রক্ষা, আনন্দপুরে গাড়ির চাকায় পিষ্ট বিশালাকার পাইথন। সূত্র মারফত জানা গিয়েছে, মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে অল্পের জন্য চন্দ্রবোড়ার কামড় থেকে রক্ষা পেলেন ছাত্রীরা। তাও আবার পরীক্ষা দেওয়ার মুহূর্তে। জানা গিয়েছে, পরীক্ষার রুমের বাইরে বইয়ের ব্যাগ রেখে পরীক্ষা দিচ্ছিলেন ছাত্রী। সেই সময় চন্দ্রবোড়া এসে আশ্রয় নিল ব্যাগের তলায়। সৌভাগ্যবশত কলেজের শিক্ষকগণ দেখে নেওয়ায় বড় রক্ষা।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, মেদিনীপুরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় চত্বরে বিভিন্ন রকমের গাছপালা ও সবুজ বাগান রয়েছে। তাহলেও বড় একটা অংশ জঙ্গলে ঢাকা বললেই চলে। যেখানে বিভিন্ন সাপের উপদ্রবের কথা এর আগেও শোনা গিয়েছিল। কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থাও নিয়েছিল। তারপরেও একেবারে সেই ঝোপ থেকে বিষধর পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া সাপ বেরিয়ে আশ্রয় নিল পরীক্ষার রুমের সামনে ছাত্রীর বই ব্যাগের তলায়। মঙ্গলবার দুপুরে পরীক্ষা চলছিল কলেজের একটি রুমে। বিভিন্ন ছাত্রীরা ওই সময় পরীক্ষার রুমের দরজার বাইরে বারান্দায় নিজেদের বই ব্যাগগুলি রেখে দিয়েছিলেন। হঠাৎ কলেজের এক শিক্ষক লক্ষ্য করেন একটি চন্দ্রবোড়া সাপ এসে এক ছাত্রীর ব্যাগের তলায় প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান এবং সতর্ক করে দেন বাকিদের। মুহূর্তে কলেজ কর্তৃপক্ষ সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তীকে খবর দেন। দেবরাজ মেদিনীপুর শহরের বাসিন্দা এবং এই ধরনের সাপসহ পশুপাখি উদ্ধারের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়ে থাকে। স্বেচ্ছাসেবী দেবরাজকে খবর দিতেই তিনি সেখানে হাজির হন। সাপটিকে একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে অন্য একটি জঙ্গলে ছেড়ে দেয়। দেবরাজ জানিয়েছেন, " শিক্ষকরা বিষয়টি দেখতে পেয়ে যাওয়াতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে গিয়েছে অনেকেই। এটাতে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা ছিল। আপাতত সাপটিকে উদ্ধার করে সেখান থেকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। "
অন্যদিকে রাস্তা পারাপারের সময় গাড়ির চাকার তলায় পিষ্ট পাইথন। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় গোদাপিয়াশাল-আনন্দপুর পিচ রাস্তার ডানমারি এলাকায়। জানা গিয়েছে, সন্ধ্যাবেলায় জঙ্গল ছেড়ে রাস্তা পেরিয়ে আরেকটি জঙ্গলে প্রবেশ করতে ছিল বিশালাকার পাইথন সাপটি। সেই সময় কোন এক গাড়ি তার উপর দিয়ে চলে যায়। টহলরত অবস্থায় তা দেখতে পান আনন্দপুর থানার পুলিশকর্মীরা। খবর দেন বনদপ্তরের গোদাপিয়াশাল রেঞ্জ অফিসে। বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু চিকিৎসা শুরু করার আগেই সাপটি মারা যায় বলে জানিয়েছেন রেঞ্জার শান্তনু কুলভি।