নিজস্ব সংবাদদাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত ফাঁড়িতে (বিওপি) মোতায়েন করা বিএসপি কর্মীরা হোলি উদযাপন করছেন। এই প্রসঙ্গে বিএসএফের ইন্সপেক্টর জেনারেল সূর্যকান্ত শর্মা বলেছেন, "এখানকার সকল কর্মী দেশের নিরাপত্তার সাথে জড়িত। আমি তাঁদের এবং তাঁদের পরিবারের প্রতি আমার শুভকামনা জানাই। আমি জানি তাঁদের পরিবার হাজার মাইল দূরে, কিন্তু পুরো দেশ তাদের সাথে আছে।"
/anm-bengali/media/media_files/2025/03/14/j94GDNgJL1DDx27AxRWA.JPG)