নিজস্ব সংবাদদাতা: ট্যাংরায় হাড়হিম করা ঘটনা সারা রাজ্য উত্তাল হয়ে পড়েছে। একের পর এক রহস্য প্রকাশ্যে উঠতে শুরু করেছে। এরমধ্যেই বীরভূমে নলিকাটা অবস্থায় তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য দেখতে পাওয়া গিয়েছে। মহম্মদবাজার এলাকায় গ্রামবাসীরা প্রথমে মা ও দুই শিশুর নলিকাটা দেহ দেখতে পায়। জানা গিয়েছে, নিহত মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। ইতিমধ্যে মহম্মদ বাজার থানার পুলিশ তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে। নিহত দুই শিশুর মধ্যে একজনের বয়স পাঁচ বছর ও আর একজনের বয়স সাত বছর বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।