ব্লাড ব্যাঙ্কের সামনেই রক্তের ব্যাগ নিয়ে খেলছে কুকুর! ভয়ঙ্কর চিত্র রাজ্যেরই হাসপাতালের

আতঙ্কিত হয়েছেন সাধারণ মানুষও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সামনে রক্তের ব্যাগ মুখে নিয়ে কুকুর খেলছে! এই ছবি দেখে চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে আসা মানুষ জনের মধ্যে। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এক বোতল রক্ত মুমুর্ষ রোগীর প্রাণ বাঁচাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই রক্তের ব্যাগ খোদ জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে কুকুরের মুখে দেখতে পেয়ে চমকে ওঠেন অনেকেই। 

এই ঘটনাকে সামনে রেখে হাসপাতাল সুপার কে অভিযোগ জানায় রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আলিপুরদুয়ারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এমনকি আতঙ্কিত হয়েছেন সাধারণ মানুষও।

mmuiuo

যদিও এই বিষয়ে হাসপাতাল সুপার জানিয়েছেন, রক্তের ব্যাগ টি একটি ব্যবহৃত ব্যাগ ছিল। সেটি একজন থ্যালাসেমিয়া রোগীনিকে দেওয়া হয়েছিল। সেটিরই অবশিষ্টাংশ চিকিৎসা বর্জ্য হিসেবে যে জায়গায় রাখবার কথা ছিল, সংশ্লিষ্ট সাফাই কর্মী তা করেনি। কুকুর রক্তের গন্ধ পেয়ে সেই ব্যবহৃত ব্যাগটি মুখে নিয়ে ব্লাড ব্যাংকের সামনে ছিঁড়ে ফেলবার চেষ্টা করছিল। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই কর্মীকে শোকজ করা হয়েছে, পাশাপাশি বাকি কর্মীদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে। তবে এই ঘটনা ফের একবার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়েছে।