নিজস্ব প্রতিনিধি, মালদা: বর্বরতায় মণিপুরকেও টেক্কা দিয়েছে মালদা। চোর সন্দেহে পাকুয়াহাট এলাকায় দুই মহিলাকে নগ্ন করে মারধরের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবারে আন্দোলনে নামলো বিজেপি। শহর জুড়ে বিক্ষোভ মিছিল করে সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে বিজেপি কর্মীরা এসে উপস্থিত হন পুলিশ সুপার অফিসে। ঘটনার প্রতিবাদ জানিয়ে এরপর সেখানে ধরনায় বসেন বিজেপি কর্মীরা। দীর্ঘক্ষণ ধরে চলে এই আন্দোলন। এই বিষয়ে সাংসদ খগেন মুর্মু, ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন। সিভিক ভলেন্টিয়ারদের সামনে এবং পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।