নিজস্ব সংবাদদাতা: রোগীর হাতেই গুরুতর আহত চিকিৎসক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে। জরুবি বিভাগের অপারেশন থিয়েটারে ওই রোগীর অপারেশন চলছিল। আচমকা হাতের কাঁচি নিয়ে কর্তব্যরত চিকিৎসককে আক্রমণ করেন। সামান্য আহত হন চিকিৎসক।
উল্লেখ্য, কলেজ কর্তৃপক্ষ এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বহরমপুর থানায় মামলা দায়ের করেছেন। জানা গিয়েছে, ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁর গলায় কোপ দিয়ে খুনের চেষ্টা করেন বাবা। শুক্রবার ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানার হোগলা দাঁয়ের গ্রামে৷ বাপন হালদার নামের ওই যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ক্ষতস্থানে
অস্ত্রপ্রচারের জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়। তখনই কর্তব্যরত চিকিৎসককে উপর কাঁচি চালিয়ে আক্রমণ করার চেষ্টা করেন ওই যুবক৷
ঘটনায় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। তারপর হাত-পা বেঁধে অস্ত্রপ্রচার করা হয়। জখম চিকিৎসকের হাতে সেলাই পড়েছে। ঘটনাস্থলে এসেছে পুলিশ।