বিশ্ববিদ্যালয় চত্বরে রক্তপাত! একাধিক হতাহতের খবর— ফের শিরোনামে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা
আজকের রাশিফল : মেষ-বৃষ-মিথুন-কর্কটের কেমন যাবে দিনটা? সহজ ভাষায় জানুন
একদিকে প্রশংসা আর সাফল্য, অন্যদিকে মনকেমন—শান্তির খোঁজে তিন রাশি আজ পথে
আবহাওয়ার চমক—দক্ষিণবঙ্গে বৃষ্টি আর উত্তরে ঝোড়ো হাওয়া, কমলা ও হলুদ সতর্কতা জারি
ছাতা নিয়ে বেরোন! আজ শহরে ১০০% বৃষ্টিপাতের সম্ভাবনা
ডোনাল্ড ট্রাম্প: মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল
যুদ্ধের অবসানের জন্য বড় পদক্ষেপ নিতে প্রস্তুত- জানালো হামাসের গাজা প্রধান
বিশ্ব বিদ্যালয়ের ভেতর এলোপাথাড়ি চালানো হল গুলি- গণহত্যার চেষ্টায় মৃত্যু একাধিক- ফের শিরোনামে যুক্তরাষ্ট্র- সকাল সকাল বুক কেঁপে যাবে
ট্রাকে আগুন

বড়দিনের আগেই মেডিকেল কলেজে উদযাপন হল 'বড়দিন কার্নিভাল'

মেডিকেল কলেজে খুশীর উদযাপন।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবস্থিত তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ। এই কলেজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে আসে। ফলে দীর্ঘদিন বাড়ি না ফেরায় সেভাবে কোন অনুষ্ঠানে আনন্দ করতে পারে না তারা। তাই ডিসেম্বরে বড়দিনের আগেই তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে আয়োজন করে বড়দিন কার্নিভালের। কেক কেটে উদ্বোধন করে কলেজের প্রিন্সিপাল ডক্টর শর্মিলা মল্লিক। অনুষ্ঠানের উদ্যোক্তাদের নিজের হাতে কেক খাওয়ান কলেজের প্রিন্সিপাল। ছাত্র-ছাত্রীদের একটি নাটক, নৃত্যসহ নানান অনুষ্ঠান ও খাবারের স্টলের আয়োজন করা হয়। 

কলেজের প্রিন্সিপাল ডক্টর শর্মিলা মল্লিক জানিয়েছেন যে, '' পড়াশোনার ব্যস্ততার পাশাপাশি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীররা রিফ্রেশমেন্টের ব্যবস্থা করেছে। এর ফলে নিজেদের শারীরিক ও মানসিক দিক থেকে উন্নতি হবে। এর আগে কলেজের মধ্যে প্রোগ্রাম হলেও এই প্রথম হলের বাইরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং এমন জায়গায় প্রোগ্রাম করা হয়েছে যাতে রোগীদের কোন সমস্যা হবে না। '' 

পড়াশোনার পাশাপাশি এই ধরনের বড়দিন কার্নিভাল অনুষ্ঠান করতে পেরে এবং সবাই মিলে একসাথে আনন্দ হবে তাই খুশি কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা।