৫ শতাংশ কমিশনের দাবিতে কর্মবিরতি বেকারির হকাররা, সমস্যায় দোকানীরা

সমস্যায় দোকানীরা।    

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় মোট ১৫টি বেকারি রয়েছে। কারিগর রয়েছে প্রায় ৭০০। রুটি বেকারি থেকে তৈরি হওয়া খাবার নিয়ে গ্রাম ও শহরে সরবরাহ করে প্রায় ৩০০ হকার।পাঁচ দিন আগে ঘাটাল মহকুমার সমস্ত হকারেরা কর্ম বিরতি শুরু করেছেন। 

হকারদের দাবি,রুটি, কেক, বিস্কুটের দাম বেড়েছে কিন্তু তাদের কমিশন ৩ শতাংশ রয়ে গিয়েছে,কমিশন বাড়িয়ে ৫ শতাংশ দিলে তবেই তারা বেকারি থেকে মাল সংগ্রহ করে দোকানে সরবরাহ বা বিক্রির কাজ শুরু করবেন। হকারেরা কাজ বন্ধ করায় বেকারি গুলিরও কাজ বন্ধ,ফলে বেকারির কর্মীদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। বেকারি মালিকদের দাবি, তারা একটি পয়সাও কমিশন বাড়াতে পারবেন না। হকারদের কমিশন বাড়াতে গেলে তাদেরকে মালের দাম বৃদ্ধি করতে হবে না হলে বেকারিতে তৈরি হওয়া খাবারগুলির গুণগত মান কমাতে হবে, তাহলে তাদেরই ক্ষতি হবে বলে দাবি বেকারি মালিকদের।

এদিকে হকারদের কর্মবিরতির জেরে রুটি,কেক সহ বেকারি বিস্কুটের জোগান নেই চা দোকানগুলিতে ফলে তারাও সমস্যায় পড়েছেন বলে তারা জানাচ্ছেন। এখন দেখার হকারদের দাবি ও বেকারি মালিকদের কথা মাথায় রেখে কিভাবে বেরিয়ে আসে সমাধান সূত্র।