অন্ডালের সিংহারণ নদীর জলের তোড়ে তলিয়ে নিখোঁজ ১

তল্লাশি চালাচ্ছে পুলিশ।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
w

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: অন্ডালের সিংহারণ নদীর জলের তোড়ে তলিয়ে নিখোঁজ এক ব্যক্তি। সূত্র মারফত জানা যায় ব্যক্তি অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েতের শ্রীপল্লীর বাসিন্দা দেবাশীষ দত্ত ৫৭, পেশায় সংগীত শিল্পী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুর্গাপুরের একটা সংগীতানুষ্ঠান সেরে সেই রাতে নিজের স্কুটি বাড়ি ফিরছিলো অন্ডালের সিংহারণ নদীর ব্রিজ দিয়ে। কিন্তু গত দুই দিনের প্রবল বর্ষণের ফলে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছিল। ব্রিজের নিচের রাস্তায় প্রবল বেগে জল বয়ছিল, বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ সেই ব্রিজ পার হতে গিয়েই জলের তোড়ে ভেসে যান দেবাশীষ বাবু এমনটাই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তার স্কুটি উদ্ধার হয়েছে, কিন্তু দেবাশীষ বাবুকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে অন্ডাল থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়রা প্রাথমিক পর্যায়ে নদীর জলে উদ্ধার কার্য শুরু করেছে। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে। 

ভারতের এই চার নদীর জল স্পর্শ করতে ভয় পান অনেকে, কেন জানেন? | know about  the cursed rivers of india and how they are cursed

তবে কিভাবে এই ঘটনা ঘটলো ? দেবাশীষ বাবুর সঙ্গে আরো কেও ছিল কিনা ? নদীর জলে তলিয়ে গেছেন না কি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। সব ঘটনার তদন্তে নামছে পুলিশ।