নিজস্ব সংবাদদাতা: ঝড়ে লণ্ডভণ্ড সবং এবং পিংলার একাধিক এলাকা, ভেঙেছে মাটির ঘর, ভেঙেছে একাধিক গাছ ও ইলেকট্রিক খুঁটি। উদ্ধারে নেমেছে ব্লক প্রশাসন।
/anm-bengali/media/media_files/2025/03/18/mk3kJ3Sn2JJZdI9ovPEb.jpeg)
সোমবার রাতে হঠাৎ করেই পশ্চিম মেদিনীপুর জেলার সবং, পিংলা এবং ডেবরায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়। যার ফলে পিংলা বিধানসভার খড়গপুর ২ নং ব্লকের বেশ কয়েকটি এলাকা এবং সবং ব্লকের খড়িকা, নেধুয়া, চাউলখোলা সহ একাধিক এলাকায় মাটির ঘর ভেঙে যায়, গাছ উবড়ে পড়ে রাস্তায় রাস্তায়। রাতেই উদ্ধার কাজে নামে সবং ব্লক প্রশাসন।
/anm-bengali/media/media_files/2025/03/18/hZjpZ3keRbUBYNgKypAr.jpeg)