নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দাসপুর পুলিশের বড়সড় সাফল্য। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গোপীগঞ্জ সুলতাননগর সড়ক থেকে উদ্ধার করল পাচার করা বিপুল পরিমাণে মাদকদ্রব্য।
এলাকার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার প্রায় সন্ধ্যা সাতটা নাগাদ একটি বাইকে করে দুই ব্যক্তি ওই সড়কের উপর পায়রাশি ব্রিজে দাঁড়িয়ে ইতস্তত ভাবে এদিক ওদিক ঘুরতে থাকে। সেই সময় স্থানীয় কিছু মানুষের সন্দেহ জাগলে সামনে গিয়ে তাঁদের জিজ্ঞাসা করলে একজন পালায়। সঙ্গে সঙ্গে অপরজনকে বাইকসহ আটকে ফেলে এবং খবর দেওয়া হয় দাসপুর থানায়। ঘটনাস্থলে দাসপুর পুলিশ এসে বাইক সহ ব্যক্তিকে আটক করে ও তার কাছ থেকে পাওয়া যায় বিপুল পরিমাণে মাদকদ্রব্য। পুলিশ সূত্রে এও জানা যায় যে বাইকে করে তারা পাচারের ধান্দায় এসেছিল। বাইকের রেজিস্ট্রেশন WB থাকলেও আসলে বাইকটি ওড়িশার। কোনও বড়সড় অপরাধী গ্যাংকে ওই মাদকদ্রব্য ডেলিভারি দিতে এসেছিল তারা। ইতিমধ্যে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় ওই ব্যক্তিকে এবং সিজ করা হয় ওই সমস্ত মাদকদ্রব্য। তদন্ত শুরু হয় দাসপুর পুলিশের পক্ষ থেকে।