রাষ্ট্রপতি শাসন জারি হোক পশ্চিমবঙ্গে ! এবার মুর্শিদাবাদ হিংসার ঘটনায় গর্জে উঠলেন হেভিওয়েট সাংসদ
ঠিক কাজ করছেন প্রধানমন্ত্রী ! এবার ওয়াকফ আইনকে সমর্থন জানালেন সৈয়দ নাসেরুদ্দিন চিশতি
পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে চান মমতা ! এবার মমতা ব্যানার্জিকে কড়া আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস নেতা
মুর্শিদাবাদ হিংসার জের ! ঘর থেকে পালিয়ে ঝাড়খণ্ডে আশ্রয় নিচ্ছেন শয়ে শয়ে মানুষ
“সব শেষ হয়ে গেল…” ! মুর্শিদাবাদ হিংসার ঘটনার কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন বৃদ্ধ
সারেঙ্গা একাদশের বার পুজো অনুষ্ঠান
বিহারে ফের ক্ষমতায় আসবে এনডিএ (NDA) ? বড় দাবি করলেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন
মুর্শিদাবাদের হিংসায় জড়িয়ে রয়েছেন বাংলাদেশের দুষ্কৃতীরা ! ভয়ঙ্কর তথ্য মিলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে
৭০% নয় ৩০% কে সুরক্ষিত রাখতে চায় তৃণমূল ! এবার রাজ্য সরকারকে দুষলেন মুখতার আব্বাস নকভি

মেদিনীপুর শহরের উপকণ্ঠে হাতির দল, বাড়ছে উদ্বেগ

বাড়ছে উদ্বেগ।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ মেদিনীপুর শহরের উপকণ্ঠে হাতির দলের উপস্থিতি ঘিরে বাড়ছে উদ্বেগ। পৌঁছে গিয়েছে মেদিনীপুর শহর সংলগ্ন খয়েরুল্লাচক এলাকায়। কড়া পাহারায় বনদপ্তরের কর্মীরা। বছর তিনেক আগে দলছুট দাঁতাল ঢুকে পড়েছিল খোদ মেদিনীপুর শহরে। তাকে বাগে আনতে ঘুম পাড়ানি গুলি পর্যন্ত ছুঁড়তে হয়েছিল বনকর্মীদের। তবে দলছুট দাঁতাল থাকায় সেদিন রক্ষা। কোন দুর্ঘটনা ঘটেনি। কিন্তু দল হাতির প্রবেশ ঘটলে বড়সড়ো বিপদের আশঙ্কা থাকছে।

elephant

বনদপ্তর থেকে জানা গিয়েছে, ভাদুতলা রেঞ্জ এলাকা থেকে দশটি হাতির একটি দল রবিবার ভোরে মেদিনীপুর রেঞ্জের কুঁয়াবুড়ির জঙ্গলে প্রবেশ করে। সকাল থেকেই মুড়াকাটা, দেলুয়া, কুঁয়াবুড়ি, সিজুয়া, খয়েরুল্লাচক এলাকার বাসিন্দাদের সতর্ক করে বনদপ্তর। ওই জঙ্গলে মানুষজনকে প্রবেশ না করার বার্তাও দেয়। রবিবার বিকেলে হাতির দল পিচ রাস্তার পাশে কুঁয়াবুড়ি এলাকায় বেরিয়ে পড়ে। হাতি দেখতে ভিড় জমান কয়েকশো মানুষ। হাতির দল রাস্তা পেরোনের চেষ্টা করলেও বাধা পেয়ে ফের জঙ্গলে প্রবেশ করে। তবে দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য বনদপ্তরের কর্মীরা বিকেল থেকেই ওই এলাকায় টহল দেন। পৌঁছায় গুড়গুড়িপাল থানার পুলিশ। 

Zimbabwe will kill 200 elephants

স্থানীয় মানুষজন আগুনের মশাল জ্বালিয়ে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায় হাতির দলটিকে। যদিও সন্ধ্যা সাতটা নাগাদ হাতির দলটি জঙ্গল পথ দিয়ে পৌঁছে যায় খয়েরুল্লাচক এলাকায়। আবার সেখান থেকে বনকর্মী এবং স্থানীয়রা মশাল জ্বালিয়ে জঙ্গলে ফেরত পাঠায়। গোপগড় বিটের ভারপ্রাপ্ত আধিকারিক মলয় নন্দী জানিয়েছেন, " হাতির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। গভীর জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। মানুষজনকে সতর্ক করা হয়েছে অন্ধকারে জঙ্গলের পথ যেন ব্যবহার না করেন। "