নিজস্ব সংবাদদাতা: ৭৫ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সামশেরগঞ্জ (Samsergunje) থানার পুলিশ। শনিবার গভীর রাতে সামশেরগঞ্জ থানার চকসাপুর ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে একটি ট্রাক আটক করে তল্লাশি শুরু করে পুলিশ। ওই ট্রাকে কয়েকটি কন্টেনারে পেটি পেটি গাঁজা ছিল।সেই গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার ১।
পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম অশোক দাস। তার বাড়ি কোচবিহার জেলা এলাকায়। ধৃতের গাড়ি থেকে মোট ৭৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। কোচবিহারের দিক থেকে কন্টেনারে গাঁজা ভর্তি করে নিয়ে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছিল। ওই ট্রাকটি বলে জানতে পেরেছে পুলিশ। ধৃতকে আজ রবিবার বহরমপুরের বিশেষ আদালতে পাঠানো হচ্ছে। গাঁজা কারবারের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তার তদন্ত করে দেখছে পুলিশ।